Erica RobinErica Robin

এরিকা রবিন ( Erica Robin ) : পাকিস্তান! যাদের আচার-আচরণ সম্পূর্ণ আলাদা আমাদের থেকে। আমাদের দেশে যেখানে মেয়েদের সমস্ত রকম স্বাধীনতা দেয়া হয়। সেখানেই পাকিস্তানের মেয়েদের বোরখার মধ্যে থাকাটাই শ্রেয় বলে মনে করে সেখানকার সমাজ। মেয়েদের জন্য নানান ধরনের বাধা নিষেধ আছে পাকিস্তানে। তবে এই সমস্ত বাঁধা নিষেধকে তোয়াক্কা না করে বুড়ো আঙ্গুল দেখিয়ে মিস ইউনিভার্স এর খেতাব জিতে নিলেন মাত্র চব্বিশ বছর বয়সী সুন্দরী এরিকা রবিন।

এরিকা রবিন ৮ নভেম্বর, ১৯৯৮ সালে পাকিস্তানের করাচিতে একটি ক্রিশ্চান পরিবারে জন্মগ্রহণ করেন। এরিকা রবিনের বাবার নাম মেরিয়ান রবিন এবং মায়ের নাম শাবানা ভেরোনিকা।

শিক্ষা (Education)

এরিকা সেন্ট প্যাট্রিক গার্লস হাই স্কুলে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। পরবর্তীকালে, তিনি পাকিস্তানের চণ্ডীগড়ের সরকারি কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে পড়াশোনা করেন।

এরিকা রবিনের কর্মজীবন (Career)

করাচির এই মডেলের হাত ধরে প্রথমবার মিস ইউনিভার্স খেতাব পেল পাকিস্তান। মালদ্বীপের রা অ্যাটলের ব্রেনিয়া রিসোর্টে আয়োজিত হয় মিস ইউনিভার্স পাকিস্তান প্রতিযোগিতার। মিস ইউনিভার্স পাকিস্তান প্রতিযোগিতায় এরিকা রবিনের প্রতিদ্বন্দ্বী ছিলেন হিরা ইনাম , জেসিকা উইলসন , মালেকা আলভি এবং সাবরিনা ওয়াসিম । তাঁদের হারিয়ে মিস ইউনিভার্স পাকিস্তান শিরোপা জেতেন এরিকা রবিন।

তবে মিস ইউনিভার্স এর স্বপ্নই যে তার শেষ স্বপ্ন তা কিন্তু নয় ।মিস ইউনিভার্স পাকিস্তানের খেতাব জেতার পর, এবার আন্তর্জাতিক মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এরিকা রবিন। এরিকা রবিন ২০২০ সালের জানুয়ারিতে প্রথম পেশাদার মডেল হিসাবে নিজের কেরিয়ার শুরু করেন। DIVA ম্যাগাজিন পাকিস্তানের 2020 জুলাই সংখ্যায় তাঁকে প্রথম দেখা যায়। বাস্তবে ঘুরতে ভালোবাসেন এরিক। তুরস্ক, মালদ্বীপসহ বেশ কয়েকটি দেশ ঘুরেছেন এই মডেল। চলতি মাস , নভেম্বরে, এল সালভাদরে মিস ইউনিভার্সের ৭২তম আসরে পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করার কথা রয়েছে ২৪ বছর বয়সী এই মডেলের। মিস ইউনিভার্স পাকিস্তানের আসর পাকিস্তানের বাইরে মালদ্বীপে বসেছিল গত মাসে।

সমালোচনা (Criticism)

তবে ওই যে বললাম, পাকিস্তান ! যেখানে মেয়েদের কোন কিছু করে দেখানোর ক্ষেত্রে হাজারো রকম বাধা থাকে । পাকিস্তানের হয়ে এত বড় খেতাব জিতলেও ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ হিসেবে নির্বাচিত হয়েই বিভিন্ন ধরনের কুটুক্তির আলোচনায় এসেছেন এরিকা রবিন। এই প্রতিযোগিতা নিয়ে দেশটির রাজনীতিবিদসহ অনেকেই সমালোচনা করছেন। বিষয়টি নিয়ে দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার তদন্তেরও নির্দেশ দিয়েছেন। কারণ পাক সরকারের তরফে মিস ইউনিভার্স পাকিস্তান-এর মতো সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমতি কাউকে দেওয়া হয় না ।অনুমতি না থাকা সত্ত্বেও কেন পাকিস্তানের নাম ব্যবহার করে, এধরনের প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের তরফ থেকে ।

পাকিস্তান তাকে কটুক্তি করলেও , ঘরের মেয়ে খেতাব জয়ের পর সমস্ত ধরনের কটুক্তিকে পেছনে ফেলে পাকিস্তানের প্রশংসায় পঞ্চমুখ ।রবিন বলেন, “আমি প্রথমবারের মতো মিস ইউনিভার্স পাকিস্তান হওয়ায় সম্মানিত ও কৃতজ্ঞ বোধ করছি এবং আমি পাকিস্তানের সৌন্দর্য প্রদর্শন করার আকাঙ্ক্ষা করি”।

এখানেই শেষ নয় ,এমনকি তিনি সবাইকে পাকিস্তানে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান এবং সেখানকার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, সমৃদ্ধ সংস্কৃতি ও মনোরম খাবারের কথা তুলে ধরেন

By Amit Kumar Basak

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী অমিত এখন বেসরকারী চাকুরীরত । পড়াশোনার পাশাপাশি লেখাটাও তার একটা নেশার মধ্যে পরে ।

One thought on “এরিকা রবিন একজন পাকিস্তানি মডেল | এরিকা রবিন মিস ইউনিভার্স | Erica Robin Biography”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *